ওয়েব ডেস্ক: ভারতের উত্থান পছন্দ করছেন না সবার বস। নাম না করে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় দশা শুরু করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত সমালোচনা করেছেন তিনি। তাঁ কথায়, ভারতের উন্নতিতে কিছু লোক অসন্তুষ্ট। ভারত এত দ্রুত বিশ্বের দরবারে এগিয়ে চলেছে উন্নতি করে চলেছে তা কোনভাবেই মেনে নিতে পারছে না বিশ্বের স্বঘোষিত বস। বিশ্ববাজারে ভারতীয় তৈরি পণ্যের দাম আরো বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের কাছে প্রতিযোগিতামূলক ক্ষমতায় হারানোর জন্য। কিছু লোক আছে যারা ভারতের দ্রুত উন্নয়নে ঈর্ষান্বিত। তারা মনে করে তারাই সকলের মালিক।
ভারত বিশ্ববাজারে এতটা এগিয়ে যাচ্ছে তা কখনোই মেনে নিতে পারছে না। তিনি আরো বলেছেন, ভারতীয়দের হাতে তৈরি জিনিসপত্র বিদেশের বাজারে বেশি দামে বিক্রি হলে, কেউ কিনবে না। সেটাই পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। ভারতীয় রপ্তানি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সিদ্ধান্তকে অনূর্ধ্ব অযৌক্তিক বলে অভিহিত করেছেন তিনি। ভারতের দ্রুত অগ্রগতি ও অপ্রতিরোধ্য মনোভাব কোনো শক্তি আটকাতে পারবে না। ভারত বিশ্বের দরবারে প্রধান শক্তি হয়ে উঠবে। অতীতে ভারত বিমান এবং অস্ত্র সহ প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য বিদেশের ওপর নির্ভর করত। কিন্তু বর্তমানে দেশের মধ্যেই ভারতীয়রা সেই চাহিদা পূরণ করতে পারছে। শুধু তাই নয় বিদেশের রপ্তানি করছে। এই বিষয়টিকে কোনভাবেই কেউ কেউ মেনে নিতে পারছে না।