ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে রাজ্যের একাধিক জেলায়। এরমধ্যেই অগাস্টের দ্বিতীয় সপ্তাহের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে নতুন সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্ষার বৃষ্টি চলছে, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব। তার জেরে গোটা রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ ও কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে
বৃহস্পতিবার ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন ধরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারীর সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার আরও বাড়তে পারে বর্ষণ। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।