Languages

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন

ওয়েব ডেস্ক: কোচবিহারে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের এক যুব নেতার মৃত্যু কোচবিহারে। শনিবার বিকেলে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার ডোডেয়ার হাট এলাকায় ঘটনাটি ঘটেছে। খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনের বেলায় ভরাবাজারে ডোডেয়ারহাটে শ্যুট আউট। নিহতের নাম সঞ্জীব রায়। তাঁরা মা ডাউয়াগুড়ি পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বলে জানা গিয়েছে।

শনিবার দুপুরে ভরা বাজারে গুলি করে খুন করা হল ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাজার করতে বেরিয়ে ছিলেন তিনি। তখনই দু’টি বাইক চেপে আসে দুষ্কৃতীরা। পরপর কয়েক রাউন্ড গুলি চলে। যার আতঙ্কে প্রাণ বাঁচিয়ে ছুটতে দেখা যায় বাজারে উপস্থিত এলাকাবাসীদের। দেখা গেল রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছে প্রধানের ছেলে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূল নেতার ছেলেকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসারত রয়েছেন গুলিবিদ্ধ আরও এক যুবক। যিনি আহত হয়েছেন তাঁর পায়ে গুলি লেগেছে। আহত ব্যক্তির নাম, আলমগীর হোসেন ।।