ওয়েব ডেস্ক: আরজি করের নৃশংস ঘটনার এক বছর। গত বছর এই দিনেই সেমিনার হলের মধ্যে উদ্ধার হয়েছিল রক্তাক্ত অভয়ার দেহ। আবার ফিরে এসেছে সেই ৯ আগস্ট। কিন্তু বিচার এখনো অধরা। এই ঘটনায় একজনকে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত। কিন্তু এই ধরনের নক্কারজনক ঘটনায় একজন জড়িত থাকতে পারে কিনা সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ওপর ভরসা রাখতে পারছেন না অভয়ার পরিবার।
এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে গত বছর যেভাবে আসমুদ্র হিমাচল পথে নেমে এসেছিল, ঠিক সেই ভাবেই প্রতিবাদের গর্জে উঠেছে এই বছরও। শুক্রবার রাত জাগো অভিযান করেছেন বহু মানুষ। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের মিছিল-সমাবেশ কর্মসূচি ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন অভয়ার বাবা-মা। সমাবেশ থেকে অভয়ার মা বলেছেন, এই রাত কোনওদিন ভুলতে পারব না। আমার মেয়েটা ডিউটিতে ছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবিনি। তাই সমাবেশে এলাম।’
অভয়ার বাবা বলেছেন,সিবিআই বলছে ৪ দিন পর আমরা মামলা পেয়েছি। ৪ দিনে সব প্রমাণ ধুয়ে মুছে দেওয়া হয়েছে। গত পরশু আমরা দিল্লি ও গতকাল সিবিআই অফিসে গিয়েছিলাম। ওরা ৯৩টা ফরেনসিক রিপোর্ট দিয়েছিল। এই ৯৩টা রিপোর্টে কী তথ্য লুকিয়ে রয়েছে তাঁরা জানেন। তাঁরা চোখ বন্ধ করে আছেন। কিছু বলবেন না। সিবিআই ডিরেক্টর বলছেন, আমরা মামলা ছেড়ে দেব। সঞ্জয় রায় ছাড়া আর কেউ যুক্ত নন, এই কথাটা গেলানোর চেষ্টা করছে।’