ওয়েব ডেস্ক: পবিত্র রাখি বন্ধন উৎসব। শনিবার দেশের সর্বত্র পালিত হচ্ছে এই দিনটি। ভাই বা দাদার হাতে বোন বা দিদিরা রাখি বেঁধে দেবেন। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বন্ধন উৎসব পালন করা হয়।
রাখি উপলক্ষ্যে পুরীতে বিশেষ স্যান্ড আর্ট তৈরি করলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। প্রতি বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে তিনি নিজের সৃষ্টি ও শিল্পকে পুরীর সমুদ্র তটে ফুটিয়ে তোলেন। এবারও তার অন্যথা। বালি দিয়ে নিজের হাতে নিজের শিল্পকে কারুকার্য করে ফুটিয়ে তুলেছেন। জগন্নাথের মুখ দিয়ে সুন্দর কারুকার্যতার মাধ্যমে একটি রাখি সমুদ্র তটে তৈরি করেছেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক।
বিশেষ স্যান্ড আর্ট তৈরি করে এই উৎসবকে উদযাপন করেছেন তিনি। রাখি বন্ধন উৎসব এর তাৎপর্যতা বোঝাতে বিশেষভাবে বালি দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন তিনি। হিন্দু ক্যালেন্ডারের পবিত্র শ্রাবণ মাসে পালন করা একটি উৎসব, রাখি বন্ধন, ভারতীয় ঐতিহ্যের এক অপূরণীয় স্থান দখল করে। বোনেরা তাদের ভাইদের কব্জিতে প্রাণবন্ত রাখি দিয়ে সাজিয়ে তোলে, যা তাদের স্নেহ এবং আন্তরিকতার প্রতীক। সুদর্শন পট্টনায়কের বালি শিল্প এই চিরন্তন রীতির এক সুস্পষ্ট প্রতিচ্ছবি।