Languages

ট্রাম্পকে নোবেল মনোনয়ন কম্বোডিয়ার

ওয়েব ডেস্ক: নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে ট্রাম্প ভূমিকা নিয়েছে। তার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ।

কম্বোডিয়ার তথ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে মনোনয়ন পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এটা শুধু তার একার কৃতজ্ঞতা নয়। গোটা কম্বোডিয়ার নাগরিকদের কৃতজ্ঞতা।

ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা তৈরি হয়েছে। সেই সকল এলাকায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ট্রাম্পের ভূমিকার কারণেই একাধিক ভয়াবহ সংঘর্ষ এড়ানো গিয়েছে। অসংখ্য প্রানহানীর ঘটনা ঘটতে পারত। সেটা সম্ভব হয়নি।

গত ২৬ জুলাই ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলে দুই দেশের মধ্যে তীব্র লড়াই বন্ধের কাজ করেছেন। এর ফলে ২৮ জুলাই মালয়েশিয়ায় আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হয়। এই ঘটনায় কৃতজ্ঞতা স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেলে মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া।