Languages

আগামী সোমবার থেকে রানাঘাট-শিয়ালদহে রুটে ছুটবে এসি লোকাল

ওয়েব ডেস্ক: আগামী সোমবার থেকে রানাঘাট-শিয়ালদহে রুটে ছুটবে এসি লোকাল। পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকালও বটে। যা নিয়ে যাত্রীদের উৎসাহ তুঙ্গে। রবিবার ১০ অগস্ট থেকে শিয়ালদহ এবং রানাঘাট রুটে এসি লোকাল চলবে। ওই দিন সকাল ১১টা নাগাদ শিয়ালদহ স্টেশনে ওই এসি লোকাল ট্রেনের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর।

শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি। জানানো হয়েছে, ট্রেনটি দাঁড়াবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ।

ট্রেনটি ১২ কোচের। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে ১১২৬টি। স্টেইনলেস স্টিল দিয়ে রেকগুলি বানানো হয়েছে। লাগেজ রাখার ব্যবস্থা করা হয়েছে। মেট্রোর মতো দু’দিকে দরজা খুলবে। যার নিয়ন্ত্রণ থাকবে গার্ড ও চালকের হাতে। তারা দরজা খুলবে ও বন্ধ করবে। যাত্রী সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। প্রতিটি কোচে থাকছে সিসি ক্যামেরা। থাকছে জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হবে পরবর্তী স্টেশনের নাম।