Languages

বাংলার উপর ভাষা সন্ত্রাস মানব না : মমতা

ওয়েব ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। তার প্রতিবাদে একাধিকবার সুর চড়িয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আরও একবার তোপ দাগলেন তিনি। শপথ নিলেন, ‘বাংলার উপর ভাষা সন্ত্রাস মানব না।’ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনার আগে X হ্যান্ডেলে এই পোস্ট করেন মমতা।

আগেও কলকাতা, বোলপুরে ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার উপর কোন ভাবেই আক্রমণ মেনে নেওয়া হবে না সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া থেকে ফের সুর চড়িয়েছেন তিনি।

ভাষা আন্দোলনের পাশাপাশি এনআরসিতেও সোচ্চার হয়েছেন তিনি। বারবার তিনি অসম সরকারকে নিশানা করে বলেছেন, তাদের সাহস কি করে হয় বাংলার শ্রমিকদের এনআরসি নোটিশ পাঠানোর। মণীষীদের ছবি নিয়ে ঝাড়গ্রামের পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানিয়েছেন বাংলা ভাষার রক্ষায় তৃণমূলের পদযাত্রা।

বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্তার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যে। তাই বাঙালিদের ওপরে অত্যাচারের প্রতিবাদে পথে নেমে ভাষা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা স্লোগান দিয়ে সারদা বিদ্যাপীঠ বাস স্টপ মোড় থেকে শুরু হয়ে জঙ্গলমহলের দিকে চলছে ভাষা আন্দোলনের মিছিল। বাংলা ভাষার ওপর নির্যাতনের ঘটনা মেনে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।