Languages

সুখবর! আনন্দে ভাসছেন আরজি কর আন্দোলনের মুখ কিঞ্জল নন্দ

ওয়েব ডেস্ক: প্রথম সন্তান এক বছরের, ফের বাবা হলেন আরজি কর আন্দোলনের মুখ কিঞ্জল নন্দ। ৭ অগস্ট, বৃহস্পতিবার তাঁর ঘরে এল কন্যাসন্তান। দ্বিতীয় বার বাবা হলেন তিনি।

অভিনেতা খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন। কিঞ্জল বললেন, “আমি খুব খুশি। মা-মেয়েকে দেখে এলাম। ভাল আছে ওরা।” বাবা হিসাবে দায়িত্ব আরও বেড়ে গেল। এর আগেও এক কন্যাসন্তান রয়েছে তাঁর ঘরে। দুই সন্তানকে সমান যত্নে মানুষ করতে হবে, আপাতত এটাই তাঁর লক্ষ্য।

গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রথমবার বাবা-মা হয়েছিলেন কিঞ্জল আর তাঁর ডাক্তার স্ত্রী নম্রতা। আর ২০২৫ সালের অগস্ট মাসে কোলে এল দ্বিতীয় সন্তান।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়বার বাবা হওয়ার খবর ভাগ করে কিঞ্জল লিখলেন, ‘দ্বিতীয় সন্তান এসেছে। ইশ্বরকে ধন্যবাদ জানাই, সঙ্গে আমার পরিবার ও স্ত্রীকে। তোমাকে অনেক ভালোবাসি নম্রতা।’ সেই পোস্টে কিঞ্জলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর পরিচিত, অনুরাগী, সহকর্মীরা।