Languages

বাংলা-বাঙালি ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস

ওয়েব ডেস্ক: বাংলা ও বাঙালির উপর হেনস্থা ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল। এবার এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেসও। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব জমা দিল হাত শিবির।

মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাষণে দলীয় নেতা ও কর্মীদের বিজেপির দ্বারা বাংলা ও বাঙালিদের অপমান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব হতে আহ্বান জানান। সেই নির্দেশ মেনেই বুধবার সংসদের অধিবেশন শুরুর আগে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সংসদ চত্বরে মকরদ্বারের সামনে তুমুল প্রতিবাদ জানান। জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহিতার সমান, বাংলা ও বাঙালির অপমান মানছি না মানব না, বিজেপির বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর।

দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে। সেই তকমার যথার্থতা প্রমাণে নেমে পড়েছেন বিজেপি নেতারাও, অমিত মালব্যের দাবি বাংলা বলে কোনও ভাষাই নাকি নেই। দিল্লি পুলিশের ‘বাংলা বাংলাদেশি ভাষা’ বিতর্কে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। বাদল অধিবেশনের প্রথম দিন থেকে সংসদে সরব তৃণমূল। এবার এই ইস্যুতে তৃণমূলের পাশে কংগ্রেস। বাংলা ও বাঙালির অপমানের প্রেক্ষিতে আজ রাজ্যসভা ও লোকসভা মুলতুবি পেশ করছে কংগ্রেস।