ওয়েব ডেস্ক : জালনোট উদ্ধারের ঘটনা মূল অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এবার সন্দেশখালিতে জালনোট উদ্ধারের তদন্তভার নিল সিআইডি। জালনোট কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, আরও কোথাও এমনভাবে জালনোট পাচার করা হচ্ছে কিনা তদন্ত করতে চাইছে সিআইডি।
সন্দেশখালিতে জালনোট উদ্ধারের ঘটনায় নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত অভিষেক তিওয়াড়িকে। অভিযুক্ত অভিষেক গল্ফস্ক্রিনের বাসিন্দা। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে সন্দেশখালিতে। দিল্লিতেও একটি বাড়ি রয়েছে অভিষেকের। ১৮ জুলাই সন্দেশখালিতে ৯ কোটি টাকা জাল নোট উদ্ধার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ,ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে বিপুল পরিমাণে টাকা তুলত সে। জাল-নোট কাণ্ডে এর আগে অভিষেকের তিন সঙ্গীকে গ্রেফতার করেছিল সন্দেশখালি থানার পুলিশ। তার মধ্যে এক মহিলাও ছিলেন।
জানা যায়, নাগপুরে পালিয়ে গিয়েছিল অভিষেক। খোঁজ পেয়ে নাগপুর পুলিশের সঙ্গে কথা বলে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে সন্দেশখালিতে নিয়ে আসা হচ্ছে। এখানে এনে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।