Languages

BCCI বা ICC নয়, অন্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ!

ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় ফের ক্রিকেট প্রশাসনে ফিরতে চলেছেন। দীর্ঘ ক্রিকেট জীবনের পর ধারাভাষ্যকার থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর, বাংলা ক্রিকেট সংস্থার সচিব ও সভাপতি, এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিভিন্ন কমিটিতেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। এবার আবারও তাঁকে দেখা যেতে পারে সিএবির সর্বোচ্চ পদে।

আগামী ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তার আগে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। এই প্রেক্ষাপটেই সৌরভ নিজেই ইঙ্গিত দিয়েছেন, তিনি সিএবি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

এর আগে এক সাক্ষাৎকারে রাজনীতি ও জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানিয়েছিলেন, কোচ হওয়ার বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করতে পারেন। তবে বর্তমানে তাঁর মনোযোগ ক্রিকেট প্রশাসনের দিকে।

সৌরভের এই প্রত্যাবর্তন যে সিএবি নির্বাচনের সমীকরণ বদলে দিতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইলেকশন হবে, না কি সিলেকশন—সেটি এখনো অনিশ্চিত। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই বাংলা ক্রিকেট মহলে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।