Languages

স্বস্তিতে আম আদমি! রেপো রেট নিয়ে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

ওয়েব ডেস্ক: মধ্যবিত্তের স্বপ্ন পূরণের জন্যও সব থেকে বড় সুবিধা ইএমআই ব্যবস্থা। বাড়ি গাড়ি থেকে শুরু করে শখের জিনিস কিনতে ইএমআই এখন ভরসা। একবারে টাকা না দিয়ে মাসে মাসে টাকা মিটিয়ে শখের জিনিস ব্যবহার করতে পারছে মধ্যবিত্তরা। এবার রেপোরেট অপরিবর্তিত রেখে সেই সুবিধাকেই বজায় রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।

বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপোরেট অপরিবর্তিত রাখা হচ্ছে। ৫.৫ শতাংশেই স্থির রইল। কিছুটা স্বস্তি মিলেছে। কারণ রেপো রেট বৃদ্ধি না পাওয়ায় বাড়ি-গাড়ির ইএমআই আপাতত বাড়ছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির দিকে নজর দিয়ে মনে করা হয়েছিল, এবার বাড়তে পারে রেপো রেট। কিন্তু সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।