ওয়েব ডেস্ক: বুধবার ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি ও বাংলা ভাষার উপর হেনস্থার প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতা রক্ষার্থে গত মাসেই কলকাতা ও বীরভূমে মিছিল করেছিলেন তিনি। আজ বুধবার ঝাড়গ্রামে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। পদযাত্রার শেষে ঝাড়গ্রামে পাঁচ মাথার মোড়ে সভা করা হবে। ঝাড়গ্রামের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী ওই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও।
ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপির ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানস ভুইয়া-সহ একাধিক মন্ত্রী। দুপুর ১ টার সময়ে ঝাড়গ্রামের রাস্তায় পদযাত্রা করবেন তিনি। ঝাড়গ্রামের রাজবাড়ি মোড় থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। পদযাত্রার শেষে পাঁচ মাথার মোড়ে তিনি সভা করবেন। সেই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেইদিকেই এখন নজর সকলের। দলনেত্রীর বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই দলীয় কর্মীরা বিভিন্ন ব্লক থেকে ঝাড়গ্রামে রওনা দিচ্ছেন।