Languages

ধানুষের সঙ্গে নাকি ম্রুণাল ঠাকুর প্রেম করছেন!

ওয়েব ডেস্ক: দক্ষিণী জনপ্রিয় অভিনেতা-গায়ক ধানুষের সঙ্গে নাকি অভিনেত্রী ম্রুণাল ঠাকুর প্রেম করছেন! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কে ঘিরে এই গুঞ্জন জোরদার হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। বিয়ের ১৮ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ধনুষ ও ঐশ্বর্য। ধানুশের বিবাহবিচ্ছেদের(Divorce)রেশ এখনো কাটেনি বলা যেতে পারে। গত বছর আনুষ্ঠানিকভাবে সুপারস্টার রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেতার।

সম্প্রতি ম্রুণাল অভিনীত ‘সন অফ সর্দার ২’ ছবির বিশেষ প্রদর্শনীতে ধানুশকে দেখা গিয়েছিল। ধানুশ-ম্রুণাল সম্পর্ক প্রথম নজরে আসে যখন ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশ উপস্থিত হন। শুধু উপস্থিত নয় পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্টভাবে তাদের কথা বলতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ক্লিপ অনলাইনে ভাইরাল। আনন্দ এল রাই নির্মাণ করছেন ‘তেরে ইশক ম্যায়’ সিনেমা। এতে অভিনয় করছেন ধানুশ ও কৃতি স্যানন। যদিও সিনেমাটিতে ম্রুণাল ঠাকুরের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ধারণা করা হচ্ছে, ধানুশের সঙ্গে ম্রুণালকে পরিচয় করিয়ে দিয়েছেন কৃতি স্যানন। পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠানে একসঙ্গে লেন্সবন্দি করা হলেও, সে বিষয়ে লুকোছাপা করেন না তাঁরা। দু’জনের বন্ধুরাও নাকি এই সম্পর্কে খুব খুশি। ধানুশ-ম্রুণালের প্রেম নিয়ে চর্চা চললেও কেউই মুখ খুলেননি।

২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হন। গত বছরের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। তারপর থেকে একা জীবনযাপন করছেন ধানুশ।
খুব স্বাভাবিক কারণেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে তাহলে ম্রুণাল-ধানুশ শুধু বন্ধু! নাকি বেশি কিছু!