Languages

নির্দিষ্ট সময়মতো ডিএ দিতে হয়, সওয়াল সরকারি কর্মীদের আইনজীবীর

ওয়েব ডেস্ক: সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে চলছে শুনানি। সুপ্রিম কোর্টে মঙ্গলবার এর পর বুধবার শুনানি শুরু হয়েছে। মামলাকারী সরকারি কর্মচারীদের পক্ষে সওয়াল করছেন আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। মামলাকারীদের পক্ষের আইনজীবীর সওয়াল, ‘নির্দিষ্ট সময়মতো ডিএ দিতে হয়। এটা সরকারের নীতির মধ্যে পড়ে। ইচ্ছা অনুযায়ী ডিএ দেওয়া যায় না। সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, ‘বেতন কমিশনের সুপারিশ মতো নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে।

কোর্টে দাবি মামলাকারী সরকারি কর্মচারীদের অভিযোগ, বকেয়া ডিএ দিতে চায় না সরকার। মামলাকারীদের আইনজীবী জানান, রিভাইজড পে অ্যান্ড অ্যালোয়েন্স রুলস, ২০০৯ অনুযায়ী, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। রাজ্য সরকার ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের বকেয়া ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ২০০৬ থেকে ২০০৮ সময়ের ডিএ বাকি থেকে যায় এবং সরকার সেই টাকাটা দিতে চায়নি। সোমবার দিয়ে সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ওঠার পর, সেটি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ডিএ মামলা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন রয়েছে। প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। এদিন সময় মতো মামলাটি বেঞ্চে ওঠার পরেই মামলাটি পিছিয়ে গিয়েছে। সেই মতো মঙ্গলবার এবং বুধবার মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে।