বাংলা-বাংলাদেশি ভাষা বিতর্কের দলের নীতি অনুসরণ করে দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ।বিজেপির প্রাক্তন সভাপতির মন্তব্য, “বিদেশে রেডিওয় যেসব ভাষায় অনুষ্ঠান হয়, তার মধ্যে বাংলাদেশের ভাষাকেই তারা বাংলা বলে জানে।
পশ্চিমবঙ্গের বাঙ্গালীদের ভাষা এক রকম। বাংলাদেশিদের ভাষার উচ্চারণ অন্যরকম।পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের লোকজনের ভাষা অন্য। ‘খাইতাসি’, ‘যাইতাসি’ এসব তো বলে না। সেই ভাষা শুনেই দিল্লি পুলিশের মনে হয়েছে যে সেটা বাংলাদেশি ভাষা।
এক লক্ষ বাংলাদেশিকে অবৈধভাবে পরিচয়পত্র পাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা নিজেদের বাঙালিই বলব। দিল্লি পুলিশ যা করেছে, তাতে পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা।
বাংলা ভাষার বিতর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীর মন্তব্য পেশ করলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এক্স পোস্টে তিনি বলেছেন, ‘বাঙাল’ ভাষা আর ‘বাংলাদেশী’ ভাষা এক জিনিস নয়। প্রথমটি পূর্ববাংলার হিন্দুদের কথ্য ভাষা। আর বাংলাদেশী ভাষা একটি formal লিখিত ভাষা। এটি মূলতঃ বাংলা, কিন্তু প্রচুর আরবী-ফার্সী শব্দ এতে ঢোকানো হয়েছে।’