Languages

বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

ওয়েব ডেস্ক: সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি বিভিন্ন জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও আর্দ্রতা। উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে টানা ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের জানিয়েছে, “মৌসুমী অক্ষরেখা বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টির মাত্রা আরও বাড়াতে পারে।”

উত্তরবঙ্গে টানা বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১০ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

এর প্রভাব পড়তে পারে নদীর জলস্তরে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জল বাড়তে পারে, ফলে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ মঙ্গলবারও আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শুরুতে, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’ পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বাড়বে, ফলে অস্বস্তিও তীব্র হতে পারে।