প্রাক্তন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক মঙ্গলবার ৭৮ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর প্রয়াত হলেন। তিনি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সত্যপাল মালিক ছিলেন জম্মু ও কাশ্মীরের শেষ রাজ্যপাল, রাজ্যটির বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ২০১৯ সালে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার আগে। আজ, ৫ আগস্ট, সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ছয় বছর পূর্ণ হলো।
রাজনৈতিক জীবনে মালিক একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। জম্মু ও কাশ্মীরের পর তিনি গোয়া এবং পরে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৭ সালে তিনি অল্প সময়ের জন্য বিহারের রাজ্যপালের দায়িত্বে ছিলেন।
১৯৭০-এর দশকে সমাজতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীকালে তিনি চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস, ভিপি সিংয়ের জনতা দলসহ বিভিন্ন দলে যুক্ত হন। ২০০৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন।
১৯৭৪ সালে তিনি বাঘপত থেকে ভারতীয় ক্রান্তি দলের টিকিটে উত্তরপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হন। পরে লোকদলের সাধারণ সম্পাদক হন এবং ১৯৮০ ও ১৯৮৯ সালে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। দ্বিতীয়বার তিনি কংগ্রেসের হয়ে সাংসদ ছিলেন।