ওয়েব ডেস্ক : নতুন করে বিপাকে পড়লেন রিলায়েন্স গোষ্ঠীর কর্তা অনিল আম্বানী। ১৭ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলায় অনিল আম্বানিকে তলব করেছে ইডি। প্রতারণার অভিযোগে গত সপ্তাহ থেকে অনিলের বিভিন্ন সম্পত্তি ও দপ্তরে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারই তাঁকে তলব করা হয়েছে।
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ইয়েস ব্যাঙ্ক। সেই টাকা অন্যত্র সরিয়ে ফেলেছে অনিল আম্বানির সংস্থা। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট নোটিশও। এরফলে তিনি দেশ ছাড়তে পারবেন না। বিজয় মালিয়া, নীরব মোদি বা মেহুল চোকসির মতো শিল্পপতিরা ঋণ জালিয়াতি করে বিদেশে পালিয়ে গিয়েছেন। হাজার পদক্ষেপ নেওয়া সত্ত্বেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ইয়েস ব্যাঙ্ক ছাড়াও অনিল আম্বানির বিরুদ্ধে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও ইডির কাছে অভিযোগ জানিয়েছে।