Languages

ধূমকেতু’র ট্রেলার লঞ্চের মঞ্চ একসঙ্গে ধরা দিলেন দেব-শুভশ্রী

ওয়েব ডেস্ক: আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ধুমকেতু। সোমবার ধূমকেতু’র বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ হল। এক রঙের পোশাকে এক ফ্রেমে ধরা দিলেন দেব-শুভশ্রী। কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান। বিগত বেশ কিছুদিন ধরেই যা নিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন একসঙ্গে এদিন ধরা দিলেন দেব-শুভশ্রী। উপস্থিত দর্শকদের সামনে দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী।

আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’। সোমবার হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। প্রথম থেকেই এই জুটির ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে, তা হল দেব-শুভশ্রী কি একসঙ্গে এই ছবির প্রচারে ধরা দেবেন? এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলল। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘ধূমকেতু’র বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন ‘প্রাক্তন’ জুটি। ‘ধূমকেতু’র হিট গান ‘গানে গানে’ বেজে উঠল আর তারপর একসঙ্গে মঞ্চে প্রবেশ করলেন দেব-শুভশ্রী। সেই চেনা জুটি। গানের তালে তালে তাল মেলালেন তাঁরা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে। ফের দু’জনকে একসঙ্গে দেখতে পেয়ে তুমুল উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। তারমধ্যে যা দেখে চোখ জুড়িয়ে গেল সকলের, তা হল তাঁদের পোশাকের রংমিলান্তি। কালো পোশাকে ঝলমলিয়ে উঠল স্টেজ। তার থেকেও বেশি খুশি হলেন বোধহয় অনুরাগীরা। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? কেন? এমনি… এইটুকু সংলাপ স্টেজে। তাতেই হাততালিতে ফেটে পড়ে গোটা হল। শুধু তাই নয়, এরপর হাত মিলল হাতে।

রোহন দেব-শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তাঁরা একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব। তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন। শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে।