ওয়েব ডেস্ক: ফের প্যারলে মুক্তি ধর্ষণে অভিযুক্ত গুরমিত রাম রহিমের। ৪০ দিন থাকবেন জেলের বাইরে। মঙ্গলবার সকালে রাম রহিম জেল থেকে বেরিয়ে নিজের কাফেলায় সিরসার সদর দপ্তরে যান। ২০২০ সালের পর থেকে এই নিয়ে ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। চলতি বছরেই একবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এপ্রিল মাসে ২১ দিনের ছুটি মঞ্জুর হয়েছিল তার। এতদিন ধরে তিনি যতবার প্যারোলে মুক্তি পেয়েছেন সব মিলিয়ে ৩২৬ দিন জেলের বাইরে কাটিয়েছেন।
এপ্রিল মাসে প্যারোলে মুক্তি পেয়ে ২১ দিন দিলের বাইরে ছিলেন তিনি। মাঝে তিন মাসের ব্যবধান। ফের প্যারোলে মুক্তি পেলেন তিনি। জানা গিয়েছে ১৪ সেপ্টেম্বর ফের জেলে ফিরতে হবে রাম রহিমকে। কিন্তু তার আগ পর্যন্ত সিরসার সদর দপ্তরেই থাকবেন তিনি।
২০১৭ সালে তার দুই শিষ্যকে ধর্ষণ এবং ২০১৯ সালে একজন সাংবাদিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর জেল হয়েছে। এরপরেও ঘন ঘন তাকে প্যারোলে মুক্তি দেওয়ার ঘটনা বিভিন্ন মহল থেকে ধারাবাহিকভাবে সমালোচনার জন্ম দিয়েছে।
ডেরা সাচ্চা সৌদার হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং আরও বেশ কয়েকটি রাজ্য জুড়ে বিশাল অনুসারী রয়েছে। হরিয়ানায়, সিরসা, ফতেহাবাদ, কুরুক্ষেত্র, কৈথল এবং হিসারের মতো জেলাগুলিতে এই সম্প্রদায়ের বিশেষ শক্তিশালী উপস্থিতি রয়েছে।