২৬-এ বঙ্গে বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংগঠন সম্পাদক বি.এল. সন্তোষ, সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং আইটি সেলের প্রধান অমিত মালব্য। বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং নেতা অমিতাভ চক্রবর্তীও। রাজনৈতিক মহলের মতে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহ একটি বড় বৈঠক ডেকেছেন। অন্যদিকে, শুক্র থেকে রবি, পূর্বনির্ধারিত পরিকল্পনা মতোই টানা চলেছে বিজেপির জেলা কমিটি গঠনের বৈঠক। গেরুয়া শিবির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য ৪৩টি সাংগঠনিক জেলা কমিটি গঠনের জন্য পয়লা অগস্ট থেকে ৪ অগস্ট পর্যন্ত এই বৈঠক চলবে।
দলীয় সূত্রে খবর, আগামী ৭-৮ দিনের মধ্য়ে জেলা কমিটি গঠন করা হবে। চার দিন ধরে লাগাতর চলা বৈঠকের আলোচনার ছিল সেই কমিটি গঠনের দিকেই। আরও নানা বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, এই কমিটি গঠনের আলোচনায় প্রতিটি জেলার সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন শমীকরা। পাশাপাশি, রাজ্যের মোট সাতটি মোর্চার সঙ্গে পৃথক পৃথক ভাবেও বৈঠকে বসেছে রাজ্য় বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সূত্রের খবর, দলে যাতে আদি-নব্য দ্বন্দ্ব বাড়তি ‘উস্কানি’ না পায়, সেই কথা মাথায় রেখেই পুরনো ও নতুনদের মিশেলে তৈরি হবে এই জেলা কমিটিগুলি। এছাড়াও বাড়তি অগ্রাধিকার পাবেন সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা।
মনে করা হচ্ছে, কেন্দ্রীয় বৈঠকে আলোচনায় হয়েছে আরজি করে ধর্ষণ এবং খুন প্রসঙ্গও। এছাড়াও সংসদে কে বলবেন, কবে বলবেন তা ঠিক হয় বিজেপির কেন্দ্রীয় স্তরে।সেই নিয়েও আলোচনা হতে পারে। বিজেপি সূত্রে খবর, সংসদে অধিবেশন চলছে। তৃণমূলের সাংসদেরা সংসদের দুই কক্ষে বাংলার নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন। কখনও ‘ভাষা বিতর্ক’, আবার কখনও নির্বাচন এসআইআর নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছেন তৃণমূলের সাংসদেরা। সেই সব প্রশ্নের পাল্টা জবাবে কী বলবেন বিজেপির সংসদ তা বাতলে দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব।