Languages

পর্যটকদের জন্য অবশেষে খুলে গেল বিশ্বভারতীর দরজা

ওয়েব ডেস্ক: শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের জন্য সুখবর! এখন থেকে শান্তিনিকেতনে গেলে বিশ্বভারতীর বিশেষ বিশেষ প্রদর্শন পর্যটকরা দেখতে পারবেন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে হেরিটেজ ওয়াক চালু হয়েছে আগেই। এবার সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন পর্যটকরা।

শান্তিনিকেতনের বিশ্বভারতীর ক্যাম্পাস খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। কোভিডকালে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর, এদিন প্রথম পর্যটকেরা ঘুরে দেখলেন ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য ও স্থাপত্যগুলি। বিশ্বভারতীর প্রশিক্ষণপ্রাপ্ত গাইড পর্যটকদের ঘুরে ঘুরে বুঝিয়ে দিলেন প্রতিটি ঐতিহ্যের ইতিহাস। এবার থেকে প্রতি রবিবার পাঁচ দফায় ‘হেরিটেজ ওয়াক’ চালু থাকবে বিশ্বভারতীতে, যা নিয়ে রীতিমতো আপ্লুত পর্যটকেরা।

বিশ্বভারতীর ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সংস্কৃতির দর্শন পর্যটকদের সামনে আরও ভাল ভাবে তুলে ধরার জন্যই চালু করা হয়েছে হেরিটেজ ওয়াক। জুলাই মাস থেকে ট্রায়াল শুরু হয়েছে, নভেম্বর মাসের মধ্যে আরো বৃহৎ পরিসরে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।