ওয়েব ডেস্ক: বর্ষার সময় জলবাহিত রোগের প্রকোপ ফি-বছরই মাথাচাড়া দিয়ে বাড়ে। রাতভর বৃষ্টি হলেই জল জমছে শহরের নানা জায়গায়। জমা জল পেরিয়েই চলছে যাতায়াত। তা থেকে অসুখবিসুখও ছড়াচ্ছে। ডায়েরিয়া, কলেরা, আমাশয়ের মতো রোগ রয়েছে। তার উপর ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার প্রকোপ তো রয়েছেই। এবার কলকাতায় কলেরার সংক্রমণ। কলেরা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪ বছরের শিশু । ২ অগাস্ট থেকে বেহালা পর্ণশ্রীর ওই শিশুকন্যা ভর্তি রয়েছে পিয়ারলেস হাসপাতালে। চিকিৎসকরা বলেছেন, ডাইরিয়া, জ্বর এবং বমি উপসর্গ নিয়ে ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তারপর নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছে শিশু। ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণেই কলেরা হয়। হাসপাতালের তরফে ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্যভবন এবং কলকাতা পুরসভাকে জানানো হয়েছে। চিকিৎসকরা অনুমান করেছেন যে, জল থেকে এই সমস্যা হয়েছে। কীভাবে পানীয় জলের মধ্যে ভিব্রিও কলেরি এল ? তা অবশ্য কলকাতা পুরসভা খতিয়ে দেখবে।
প্রসঙ্গত, নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল শহর। বৃষ্টি হলেই জল জমছে শহরের নানা জায়গায়। তা থেকে অসুখবিসুখও ছড়াচ্ছে। কলকাতায় গত কয়েক দিনে কলেরা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। তা ছাড়া ডায়েরিয়ার প্রকোপও বেড়েছে। বর্ষার সময়ে জলবাহিত নানা অসুখবিসুখ মাথাচাড়া দেয়, তার মধ্যে ডায়েরিয়া, কলেরা, আমাশয়ের মতো রোগ রয়েছে। তার উপর ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার প্রকোপ তো রয়েছেই। বৃষ্টির জমা জল, পুকুর-নালার দূষিত জল থেকে আন্ত্রিক, ডায়েরিয়ার মতো রোগও ছড়াচ্ছে। পেটখারাপ, বমির সমস্যায় ভুগছেন অনেকে। ডিহাইড্রেশনও ভোগাচ্ছে। এই সময়ে তাই একটু বেশিই সাবধানে থাকতে হয়। প্রতি বছরই শহর ও জেলায় কলেরা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এর কারণই হল দূষিত জল ও অস্বাস্থ্যকর খাবারদাবার, এমনটাই জানাছেন চিকিৎসকরা।