Languages

বাংলা ভাষা বিতর্কে সোচ্চার রূপম, লড়াইয়ের ডাক প্রসেনজিতের

ওয়েব ডেস্ক: বাংলায় কথা বলার ‘অপরাধে’ ভিনরাজ্যে হেনস্থা শিকার হচ্ছে বাংলাভাষীরা। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে অত্যাচারের অভিযোগ। এনিয়ে প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর মঞ্চ থেকে এহেন ‘ভাষা সন্ত্রাসের’ প্রতিবাদে লড়াইয়ের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ জুলাই মহানায়ক সম্মানের মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর ‘আক্রমণ’ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে ফের ভাষা আন্দোলন হবে। বাংলা ভাষার উপর ‘আক্রমণ’ নিয়ে সরব হয়েছেন সংগীতশিল্পী রূপম ইসলাম। বাংলা ভাষা রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মমতার পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা রক্ষার ডাক দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন বাংলা ভাষা রক্ষার দাবিতে তিনি বলেন, “বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।” বাংলা চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের পথচলা। যে ভাষায় এতদিন দর্শকের সামনে বিনোদনের রসদ জুগিয়েছেন সেই ভাষা রক্ষার দাবিতেই এবার সরব হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

দিল্লি পুলিশ একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া প্রসঙ্গে সরব হয়েছিলেন বাংলার রূপম ইসলাম। রবিবার এই নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন তিনিও। এক্স হ্যন্ডলে তিনি লেখেন। ‘ রূপম লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’