Languages

IPL-এর সেরা একাদশ বাছলেন ডিভিলিয়ার্স! বাদ রাসেল, গেল, পোলার্ডরা

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। দীর্ঘ ১৩ বছর ধরে দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছেন ডিভিলিয়ার্স। করেছেন ৫১৬২ রান, যার মধ্যে রয়েছে তিনটি শতরান এবং ৪০টি অর্ধশতরান।

সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে নিজের পছন্দের সর্বকালের সেরা আইপিএল একাদশ ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। সেই দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন বিরাট কোহলি। তবে অবাক করার মতো সিদ্ধান্ত নিয়ে বাদ দিয়েছেন ক্রিস গেলকে। আরসিবির হয়ে ৮৫টি ম্যাচে ৩১৬৩ রান করা গেলকে দলে রাখেননি ডিভিলিয়ার্স। শুধু তাই নয়, কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার—কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো কিংবা আন্দ্রে রাসেল—কেউই জায়গা পাননি তাঁর দলে।

ডিভিলিয়ার্সের সেরা একাদশে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। চেন্নাই সুপার কিংস থেকে রয়েছেন দু’জন। ওপেনার হিসেবে বেছে নিয়েছেন রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনকে। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি, চারে সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে নিজেই ব্যাটিং করবেন ডিভিলিয়ার্স। এর পর থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং উইকেটরক্ষক-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। পেস বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা। স্পিন আক্রমণে আস্থা রেখেছেন যুজবেন্দ্র চহল এবং ড্যানিয়েল ভেট্টোরির উপর।