ওয়েব ডেস্ক: লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ইস্তফার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সম্প্রতি তাঁর সঙ্গে আরেক তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ইস্তফার নৈপথ্যে সেই কারণ রয়েছে কি না সেই নিয়ে কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, আজকেই লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলছেন লোকসভায় সমন্বয়ে ঠিক মতো হয় না। তাই জন্য দায়িত্ব ছেড়ে দিয়েছি। লোকসভায় চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়ে এমন কথাই বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন না। আগে আসলে বসে থাকতেন। কাকলি মাঝে মধ্যে আসতেন। সব দায়িত্ব তার কাঁধে পড়েছে। তাকে কেউ গালিগালাজ করলে তিনি চুপচাপ বসে থাকবেন না। মুখ্যমন্ত্রী যেদিন বলবেন সেদিন রাজনীতি ছেড়ে দেবেন। কেউ ঠিক মতো লোক সবাই না আসলে দায় কি তাঁর?