Languages

‘দিশম গুরু’র প্রয়াণে শোকস্তব্ধ দেশ! দেশবাসীকে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা শিবু সোরেন আর নেই। সোমবার ৮১ বছর বয়সে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সোরেন এবং গত এক মাস ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শিবু সোরেনের মৃত্যুর খবরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ শোকবার্তায় বলেন, “শ্রদ্ধেয় শিবু সোরেনজি ছিলেন এক জন গ্রাসরুট নেতা, যিনি জনজীবনের প্রতিটি স্তরে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে তিনি আদিবাসী সমাজ ও দরিদ্রদের ক্ষমতায়নে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত। পরিবারের প্রতি সমবেদনা জানালাম। ওম শান্তি।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর শোকবার্তায় লিখেছেন, “শিবু সোরেনজির মৃত্যু সামাজিক ন্যায়ের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। তিনি আদিবাসী পরিচয় রক্ষার জন্য এবং ঝাড়খণ্ড রাজ্যের গঠনের আন্দোলনের অগ্রভাগে ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করে লেখেন, “ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনজির মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। তিনি আদিবাসী সমাজের অধিকার ও ক্ষমতায়নের জন্য দশকের পর দশক লড়াই করেছেন। তাঁর সরল ব্যক্তিত্ব ও সহজ স্বভাব মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দান করুন।”