Languages

ক্ষমতাচ্যুত হওয়ার ১ বছর, ৫ অগস্ট ভাষন দেবেন হাসিনা

ওয়েব ডেস্ক: গণঅভ্যুত্থানে ছেড়ে গত বছর ৫ আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হতে চলেছে। জুলাই ও অগাস্ট মাস জুড়ে চলা ঘটনাকে গণঅভ্যুত্থান বলা হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তা মানতে রাজি নয়।

গোটা জুলাই মাস ধরে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রসমাজ। ৫ অগাস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। আওয়ামী লিগ অবশ্য পালাবদলকে কখনই গণঅভ্যুত্থান বলে মানেনি। না চাইলেও বাংলাদেশে হয়েছে পালাবদল। তবে পালাবদলের বর্ষপূর্তিতে আওয়ামী লিগ বিরোধীরা যখন গণতন্ত্রের বিজয় উদযাপনে শামিল হয়েছে তখন শেখ হাসিনার দল ৫ অগাস্টে গণতন্ত্র ও ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস পালন করবে। এই প্রেক্ষাপটে ৫ অগাস্ট রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

জানা গিয়েছে, ৫ আগস্ট ৮ আগস্ট দিন দুটিকে বিশেষভাবে পালন করতে চলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। ৫ আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রশ্ন উঠছিল কবে হবে নির্বাচন। ৫ আগস্ট সেই দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।