Languages

বিহারে কানওয়ার যাত্রীবোঝাই গাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ল, মৃত ৫

ওয়েব ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়।

জানা যাচ্ছে, শ্রাবণ মাসে সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা। ডিজে-সহ ওই গাড়িতে ছিলেন ৯ জন পুণ্যার্থী। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি পাশে একটি পুকুরে উলটে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শাহকুন্ড থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, শাহকুণ্ড থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু ও প্রচুর বৃষ্টির জেরে রাস্তার দুপাশে জল জমে রয়েছে। দুর্ঘটনার পর তেমনই এক জায়গায় জলের মধ্যে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ডিএসপি আইনশৃঙ্খলা নবনীত কুমার জানান, পুণ্যার্থীবোঝাই গাড়ি উলটে শাহকুন্ডের কাছে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।