ওয়েব ডেস্ক: পিলারের খাটলের কারণে বন্ধ হয়ে গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের এটিই ছিল প্রান্তিক স্টেশন। বহু নিত্যযাত্রী এখানে নেমে ট্রেন ধরে নিজের নিজের গন্তব্যের দিকে রওনা দিতেন। কিন্তু এই মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম সমস্যায় পড়েছেন অনেকেই। তাই তাদের সুবিধা দিতে এবার এগিয়ে এসেছে রাজ্য পরিবহন দফতর।
পিলারে ফাটল সংস্কারের জন্য আগামী এক বছর বন্ধ থাকতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন। এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এল রাজ্য পরিবহণ দফতর। কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস চালু করতে চলেছে তাঁরা। আগামী সোমবার থেকেই এই পরিষেবা শুরু হবে। পরিবহণ দফতর জানিয়েছে, সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত শাটল বাস চলবে প্রতিদিন।
মেট্রো হওয়ার পর থেকে চলাচল অনেকটাই সুবিধার হয়েছে। অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সম্ভব হয়। সেই পরিষেবায় ই কবি সুভাষ থেকে বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন বহু ট্রেন যাত্রীরা। তাই তাদের কথা চিন্তা করে কবি সুভাষ থেকে কবি ক্ষুদিরাম পর্যন্ত বিশেষ শাটেলের ব্যবস্থা করা হয়েছে।