ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের হওয়ার পরই মার্কিন তেল আমদানির পরিমাণ হুহু করে বাড়িয়েছে ভারত। সূত্র মারফত জানা গিয়েছে, গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে চলতি বছরে মার্কিন তেল আমদানি। কেবল অশোধিত তেল নয়, এলপিজি এবং এলএনজির মতো গ্যাসও আগের থেকে অনেক বেশি পরিমানে কেনা হচ্ছে। চলতি বছরের প্রথম ৬ মাসে প্রত্যেক দিন আমেরিকা থেকে গড়ে ২.৭১ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমেরিকার তেল আমদানি গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেড়ে গিয়েছে।
সরকারি সূত্রের দাবি, ২০২৪ সালের প্রথম ছ’মাসে আমেরিকা থেকে ভারত দিনপ্রতি ১.৮ লক্ষ ব্যারেল হিসাবে খনিজ তেল আমদানি করেছিল। ২০২৫ সালের ওই একই সময়ে আমদানি পৌঁছে গিয়েছে দিনে ২.৭১ লক্ষ ব্যারেল। আরও বিশদে পরিসংখ্যান খতিয়ে দেখলে দেখা যাবে, মার্কিন তেল আমদানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এপ্রিল থেকে। এপ্রিল থেকে জুন পর্যন্ত বৃদ্ধির হার গত বছরের তুলনায় ১১৪ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম ভাগে মার্কিন তেল আমদানিতে ভারতের খরচ হয়েছিল ১৭৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ হাজার কোটি টাকা)। ২০২৫-এ তা হয়েছে ৩৭০ কোটি ডলার (৩২ হাজার কোটি টাকা)। সূত্রের আরও দাবি, আপাতত মার্কিন তেল আমদানি কমার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী দিনে তা আরও বাড়তে পারে।
ট্রাম্পের শুল্ক চাপানোর পর এই আমদানি কমা তো দূর, বরং চলতি অর্থবর্ষে মার্কিন তেলের আমদানি বৃদ্ধির হার ১৫০ শতাংশ পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেই মত বাণিজ্য মহলের। অশোধিত তেলের পাশাপাশি এলপিজি এবং এলএনজি গ্যাসও প্রচুর পরিমাণে আমদানি করা হচ্ছে আমেরিকা থেকে।