Languages

১০০ দিনের কাজের কত টাকা আটকে রেখেছে কেন্দ্র? জানালেন মমতা

ওয়েব ডেস্ক: বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। একাধিকবার এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা বকেয়া রাখার প্রতিবাদ জানিয়ে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। সামনাসামনি বসে কথা বলেছেন। কিন্তু তারপরেও মেলেনি টাকা। কেন কেন্দ্র টাকা দেয়নি সেই বিষয়ে রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান।

সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ১০০ দিনের কাজে বাংলার ৩,০৩৮ কোটি টাকা আটকে রয়েছে ২০২২ সালের ৯ মার্চ থেকে। কেন্দ্রের দাবি, নির্দেশিকা না মানায় এই টাকা আটকে রাখা হয়েছে। তৃণমূল সাংসদ প্রকাশ চিক বারিকের প্রশ্নে উত্তর দেন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান।

তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি-বিরোধী রাজ্য হওয়াতেই ইচ্ছাকৃত বঞ্চনা। গোটা দেশে সবচেয়ে বেশি বকেয়া টাকা আটকে রয়েছে বাংলারই।