২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি আজও যুজবেন্দ্র চাহালের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে। ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ রানের ব্যবধানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই হার শুধু গোটা দেশকে নয়, দলের প্রত্যেক সদস্যকেও ভেঙে দিয়েছিল। চাহালের দাবি, সেই ম্যাচের পর ড্রেসিংরুমে নয়, বাথরুমে চোখের জল ফেলেছিলেন বিরাট কোহলি।
চাহাল সম্প্রতি এক পডকাস্টে বলেন, “সেদিন শুধু বিরাট ভাই নয়, দলের কেউই চোখের জল আটকাতে পারেনি। আমি ছিলাম শেষ ব্যাটার। যখন বাথরুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি ওর চোখে জল। সেই দৃশ্য আজও ভুলতে পারিনি।”
সেমিফাইনালে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। ট্রেন্ট বোল্টের বলে মাত্র ১ রানে এলবিডব্লিউ হন বিরাট। এটাই এখনও পর্যন্ত তাঁর শেষ বিশ্বকাপ সেমিফাইনাল। চাহাল নিজেও সে ম্যাচে বিশেষ ভূমিকা রাখতে পারেননি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে কেবল কেন উইলিয়ামসনকে আউট করেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়েও আফসোস প্রকাশ করেছেন এই লেগ স্পিনার।
একইসঙ্গে তিনি বিরাট কোহলি ও রোহিত শর্মার অধিনায়কত্বের পার্থক্য নিয়েও মুখ খোলেন। চাহালের মতে, “রোহিত ভাই মাঠে অত্যন্ত ঠান্ডা মাথার নেতা, দারুণ অধিনায়ক। অন্যদিকে বিরাট ভাইয়ের এনার্জি অবিশ্বাস্য— প্রতিদিন একইরকম, সবসময় বাড়তে থাকে, কমে না।”
দেখুন ভিডিওঃ
Yuzvendra Chahal – “I saw tears in Virat bhaiya’s eyes after the 2019 semi-final loss and he was crying even in the bathroom” 💔 pic.twitter.com/4w59EED4JM
— OM. (@Badpatch18) August 1, 2025