Languages

বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই তেজস্বীর

ওয়েব ডেস্ক: বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই তেজস্বী যাদবের। বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। তার মধ্যে তিনিও রয়েছেন। শনিবার সাংবাদিক বৈঠক করে বললেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “এখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কীভাবে?” তেজস্বী সাংবাদিক বৈঠক করার পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, খসড়া ভোটার তালিকায় আরজেডি এই নেতার নাম রয়েছে।

শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। তার পরের দিনই সাংবাদিক সম্মেলনে তেজস্বী জানান, তাঁর নামও সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে। যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএলওর কাছে গিয়ে ফর্ম ভরেছিলেন বলেই জানান। কিন্তু ইলেকটোরাল রোলে তাঁর এপিক নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে না। সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি বলেন, “EPIC নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না। তেজস্বীর প্রশ্ন, “ভোটার তালিকায় আমার নাম না থাকলে কী করে ভোটে লড়ব?”

তেজস্বী আরও বলেন, ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া থেকে, অর্থাৎ বিহারের মোট ভোটারের ৮.৫ শতাংশ। কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর কিছুই নেই। ফলে কার নাম বাদ পড়েছে সেটা ধরার কোনও উপায় নেই। যদিও লালুপুত্রের এই দাবি নস্যাৎ করে দিয়েছে কমিশন। তেজস্বীর নাম রয়েছে এমন একটি নথি প্রকাশ করে কমিশন জানিয়েছে, হয়তো পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন লালুপুত্র তাই নাম খুঁজে পাননি।