Languages

লাইনচ্যুত একের পর এক বগি, ভয়াবহ দুর্ঘটনার কবলে পাকিস্তানি ট্রেন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় লাহোর থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে ইসলামাবাদ এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। শেখুপুরা জেলার কালা শাহ কাকু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটির অন্তত পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে থামে। দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল অত্যন্ত বেশি, যার জেরে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বৃদ্ধি পায়। পাকিস্তান রেলের মুখপাত্র বাবর রাজা জানিয়েছেন, ঘটনাস্থলে তৎক্ষণাৎ জরুরি পরিষেবা এবং প্যারামেডিক্সের দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পাকিস্তান রেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট ১০টি কামরা লাইনচ্যুত হয়েছে এবং প্রায় ৩০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির মধ্যে কয়েকটিতে যাত্রী আটকে পড়েছিলেন, যাদের উদ্ধারে তৎপরতার সঙ্গে কাজ চলছে।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা নতুন নয়। পুরনো রেললাইন, জরাজীর্ণ সিগন্যাল ব্যবস্থা এবং অবকাঠামোতে বিনিয়োগের অভাবকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়। ২০২৩ সালে সিন্ধ প্রদেশের নবাবশাহে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবারের এই দুর্ঘটনা আবারও পাকিস্তানের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল।