ওয়েব ডেস্ক: শিয়ালদা ডিভিশনে প্রতিদিন প্রায় লক্ষাধিক যাত্রী যাওয়া আসা করেন লোকাল ট্রেনে। দুই শাখায় প্রায় ৯২৫-এর বেশি লোকাল ট্রেন চলাচল করে রোজ। শিয়ালদহ উত্তর-শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ রুটে যাতায়াত করে ট্রেন। একের পর এক প্লাটফর্ম থেকে প্রতি মিনিটে কোনও না কোনও ট্রেন ছাড়ছে। বিশেষ করে অফিস টাইমে ভিড়ের কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেনটি ছাড়ছে তা জানতে এক প্লাটফর্ম অন্য প্লাটফর্মে ছোটাছুটি করতে হয়। কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তা জানতেই অপেক্ষা করে থাকেন যাত্রীরা। তবে এবার থেকে আর বোর্ডের দিকে তাকিয়ে থাকতে হবে না যাত্রীদের। শিয়ালদহ স্টেশনে কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে, তা স্থির করে দিল রেল। এবার থেকে সহজে জানতে পারবেন, আপনার ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
যাত্রীদের ভোগান্তি কমাতেই রেলের তরফে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট প্লাটফর্ম থেকেই নির্দিষ্ট শাখার ট্রেন চলাচল করবে। ওই প্লাটফর্মে অন্য কোনও শাখার ট্রেন প্রবেশ করবে না। রিপোর্টে জানা গিয়েছে, কোন প্লাটফর্ম থেকে কোন রুটের ট্রেন চলবে, এবার থেকে সেটা নির্দিষ্ট করে দেওয়া হবে। শিয়ালদা ডিআরএম এক বৈঠক করে রানাঘাট, বনগাঁ, বারাসত সহ সব শাখার ট্রেনের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। শিয়ালদহ ডিআরএম বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে।
কোন প্লাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে
১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, বারাকপুর লোকাল।
৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ডানকুনি, বারুইপাড়া লোকাল ছাড়বে।
৬ থেকে ১০ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল।
৯, ১১ এবং ১৪ নং প্ল্যাটফর্ম বরাদ্দ সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনের জন্য।
১৫ থেকে ২১ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন।