ওয়েব ডেস্ক: কলকাতায় ফেড আগুন আতঙ্ক। ইএম বাইপাস বড়বাজার সল্টলেকের পর এবার বালিগঞ্জ। বন্ডেলগেটের দে’জ মেডিকেলের কারখানায় আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ১১ টি ইঞ্জিন।
শনিবার বিকেল চারটে নাগাদ স্থানীয়রা ধোঁয়া বের হতে দেখে। এরপরেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। ওই সময়কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। দ্রুত তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। খবর গিয়েছে পুলিশ ও দমকলে। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। পরে আরো সাতখানা ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
আগুন লাগার উৎসব স্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন লাগার কারণে গোটা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল সূত্রে খবর, ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কারখানাটি যে বিল্ডিংয়ে রয়েছে, সেই বিল্ডিং এর সকলকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বড় কোন ধরনের বিপদ ঘটেনি। তবে দমকল এখনো আগুন নেভানোর কাজ চালাচ্ছে।