Languages

কোন সিনেমায় অভিনয় করে জীবনের প্রথম জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ?

অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ৩৩ বছরের দীর্ঘ কেরিয়ারের পর প্রথমবারের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি, ‘জওয়ান’ ছবির জন্য। একই বিভাগে যুগ্মভাবে সম্মান পেয়েছেন বিক্রান্ত মাসেও, ‘টুয়েলভথ ফেল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য।

শাহরুখের এই জয় যেন কেরিয়ারের এক নতুন অধ্যায়। রোম্যান্টিক হিরো থেকে অ্যাকশন স্টার— প্রতিটি রূপেই জয় করেছেন দর্শকদের মন। তবে ‘জিরো’ ছবির পর যখন পরপর ব্যর্থতায় ভুগছিল তাঁর কেরিয়ার, তখন চার বছরের বিরতির পর ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-র মতো সুপারহিট ছবির মাধ্যমে তিনি ফিরেছিলেন আগের মতোই বাদশার জাঁকজমকে। আর ‘জওয়ান’-এর হাত ধরেই এল জাতীয় পুরস্কারের এই সর্বোচ্চ স্বীকৃতি।

একই মঞ্চে সেরা অভিনেতার সম্মান তুলবেন বিক্রান্ত মাসেও। ‘টুয়েলভথ ফেল’-এ এক দরিদ্র পরিবারের ছেলের সংগ্রামের গল্প ও বিক্রান্তের নিখুঁত অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছিল।

এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে মায়ের ভূমিকায় তাঁর আবেগঘন অভিনয় মুগ্ধ করেছে দর্শক ও সমালোচক— উভয়কেই।

সুদীপ্ত সেন পরিচালিত বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ জিতেছে সেরা পরিচালকের পুরস্কার। অন্যদিকে, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে সেরা জনপ্রিয় ছবির স্বীকৃতি।

একনজরে ৭১তম জাতীয় পুরস্কারের বিজয়ীরা

  • সেরা ফিচার ফিল্ম – টুয়েলভথ ফেল
  • সেরা অভিনেতা – শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
  • সেরা অভিনেত্রী – রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
  • সেরা পরিচালক – সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
  • সেরা জনপ্রিয় ছবি – রকি অউর রানি কি প্রেম কাহানি
  • সেরা বাংলা ছবি – ডিপ ফ্রিজ
  • সেরা হিন্দি ছবি – কাঠাল: আ জ্যাকফ্রুট
  • সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা – সাম বাহাদুর
  • সেরা গায়িকা – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
  • সেরা গায়ক – পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
  • সেরা কোরিওগ্রাফি – ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
  • সেরা লিরিকস – বালাগাম (ওরু পাল্লেতুরু)
  • সেরা সঙ্গীত পরিচালনা – ভাতি (তামিল)
  • সেরা আবহ সঙ্গীত – অ্যানিম্যাল
  • সেরা মেকআপ – শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
  • সেরা পোশাকশিল্পী – শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
  • সেরা প্রোডাকশন ডিজাইন – এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
  • সেরা সম্পাদনা – পোক্কালাম
  • সেরা সাউন্ড ডিজাইন – অ্যানিম্যাল
  • সেরা চিত্রনাট্য – বেবি (তেলুগু)
  • সেরা সংলাপ – সির্ফ এক বান্দা কাফি হ্যায়
  • সেরা সিনেম্যাটোগ্রাফি – দ্য কেরালা স্টোরি
  • সেরা অ্যাকশন পরিচালক – হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)