Languages

জিসান সিদ্দিকীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক

ওয়েব ডেস্ক: প্রয়াত এনসিপি নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীর পুত্র জিসান সিদ্দিকীকে হুমকি মেল করে গ্রেফতার ১। জিসান সিদ্দিকীকে হুমকি মেইল পাঠানোর অভিযোগে বছর ৩৫ এর মোহাম্মদ দিলশাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

জিশানকে হুমকি মেইল পাঠানোর পরে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি হয়েছিল। তার পর ত্রিনিদাদ ও টোবাগোতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে এখন আরও তদন্তের জন্য মুম্বাইতে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১২ অক্টোবর দশেরার দিন ছেলের জিশান সিদ্দিকির দপ্তরের সামনে বাজি ফাটাচ্ছিলেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। আচমকাই সেখানে হাজির হয় তিন অভিযুক্ত। তারা লাগাতার গুলি চালাতে থাকে। মোট তিন রাউন্ড গুলি চলে। অন্তত ছটি গুলি ফুঁড়ে দেয় বাবার শরীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বাবাকে খুন করার পর ছেলেকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল।