Languages

চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১৭ থেকে ২১ তারিখের মধ্যে তিনি উত্তরবঙ্গ যেতে পারেন। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন।
আবহাওয়া অনুকূল থাকলে পাহাড়ে ও কোচবিহারে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা।

একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের চেয়ে ভাল ফল করেছিল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির যে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে মোট আসন ৫৪। এবার সেখানে ৪০টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সভাপতি হওয়ার পরই তিনদিনের সফরে উত্তরবঙ্গে যান তিনি। সেখানে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। উত্তরবঙ্গের মাটি আরও শক্ত করতে এখন থেকেই সে দিকেও আলাদা নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই দিকে নজর রেখেই চলতি মাসে উত্তরবঙ্গের সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যান। ভিনরাজ্যে বাংলভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন মুখ্যমন্ত্রী।