Languages

দেশীয় কোচেই ভরসা, কে হলেন ভারতীয় দলের নতুন গুরু?

ভারতের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করলেন খালিদ জামিল। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন কোচ এবং বর্তমানে জামশেদপুর এফসির দায়িত্বে থাকা জামিলকে ভারতীয় পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ১৩ বছর পর আবার একজন ভারতীয় কোচ জাতীয় দলের হাল ধরতে চলেছেন। এর আগে ২০১১ থেকে ২০১২ পর্যন্ত সাভিও মেদেইরা ছিলেন ভারতের শেষ দেশীয় কোচ।

AIFF এক বিবৃতিতে জানিয়েছে, “প্রযুক্তিগত কমিটির উপস্থিতিতে নির্বাহী কমিটি খালিদ জামিলকে সিনিয়র পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।” ৪৮ বছর বয়সি জামিল বর্তমানে আইএসএল ক্লাব জামশেদপুর এফসির কোচের দায়িত্ব পালন করছেন। তবে AIFF এখনও স্পষ্ট করেনি, ঠিক কবে থেকে তিনি জাতীয় দলের দায়িত্ব নেবেন।

আসন্ন সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো ও অক্টোবরের ৯ ও ১৪ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জামিল সরাসরি দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে AIFF ও FSDL-এর মধ্যে মতপার্থক্যের কারণে জাতীয় লিগ স্থবির অবস্থায় রয়েছে, যা জামিলের দায়িত্ব গ্রহণ প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে।

জামিল মাহিন্দ্রা ইউনাইটেড, এয়ার ইন্ডিয়া, মুম্বাই এফসি-সহ একাধিক ক্লাবে খেলার পাশাপাশি ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। চোটের কারণে অকালেই অবসর নিলেও তিনি দ্রুতই কোচিংয়ে নাম লেখান। ২০১৬-১৭ মৌসুমে আইজল এফসিকে ঐতিহাসিক আই-লিগ শিরোপা জেতানোর মাধ্যমে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি।