Languages

পরীক্ষা বাতিল নিয়ে সরকারের হস্তক্ষেপ

ওয়েব ডেস্ক: টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? এবার সরকারের হস্তক্ষেপ। দিন বদলের কথা বলে কলকাতা বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা দপ্তরের চিঠি। ২৮ আগস্ট কলকাতার বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা রয়েছে। ওই দিন বদল করার জন্য চিঠি দেওয়া হয়েছে। সরকার ও দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে। এমন দিন আগে দেখিনি । পরীক্ষায় অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। ২৮শে আগস্ট পরীক্ষায় অনড় থেকে সিন্ডিকেট বৈঠক ডাকছেন ভারপ্রাপ্ত উপাচার্য।

টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের দিন ২৮ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির পরীক্ষাসূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। টিএমসিপির প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে প্রতবছরের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু ওইদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। এই নিয়েই প্রতিবাদ জানিয়েছে টিএমসিপি।

এবার দিন বদল করার জন্য বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে উচ্চ শিক্ষা দফতর। ওইদিন পরীক্ষা না রাখার কথা বলা হয়েছে।
ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন, এমন ধরনের ঘটনা আগে কোনদিন ঘটেনি। কোন রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য পরীক্ষার দিন বদলের ঘটনা ঘটেনি।