Languages

৬ অগাস্ট ঝাড়গ্রামে ভাষা-মিছিল মমতার

ওয়েব ডেস্ক: শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ অগাস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। মিছিলে শামিল হবেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও।

অভিযোগ উঠেছে, বাংলা ভাষার গুরুত্ব খর্ব করার চক্রান্ত চলছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানে হিন্দি ও ইংরেজিকে অগ্রাধিকার দিয়ে বাংলাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। এমনকি পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষদের হেনস্থার ঘটনা ঘটেছে ভিন রাজ্যে। মুখ্যমন্ত্রী ‘বাংলা ভাষার উপর ঘৃণ্য আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। তিনি আগেই জানিয়েছিলেন, শুধু রাজনীতি নয়—ভাষা, সংস্কৃতি, স্বভিমানের প্রশ্নে কোনওরকম আপস করা হবে না। শান্তিনিকেতনের ভাষা-মিছিলে যোগ দিয়ে সেই বার্তাই স্পষ্ট করেছেন, আর এবার তিনি যাচ্ছেন ঝাড়গ্রাম।