Languages

রাজনীতিতে এন্ট্রি সলমন খানের? ভাইরাল পোস্ট ঘিরে শুরু জল্পনা

বলিউডের জনপ্রিয় তারকাদের রাজনৈতিক অঙ্গনে পা রাখা নতুন ঘটনা নয়। অতীতে সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা, এমনকি অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তিরা রাজনৈতিক ময়দানে নাম লিখিয়েছেন। অনেকেই ভোটে জিতে সংসদে পৌঁছেছেন, আবার কেউবা অল্প সময়েই রাজনীতির প্রতি আগ্রহ হারিয়েছেন। এই তালিকায় কি এবার নাম লিখতে চলেছেন সালমান খান?

বৃহস্পতিবার সলমন খানের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে এমন প্রশ্ন উঠেছে। ভাইজানকে দেখা গেল রাজনৈতিক নেতাদের ভঙ্গিতে দু’ হাত উঁচু করে নমস্কার করতে। সাদা পোশাক, নেহরু কোট, সামনে বিপুল জনসমুদ্র, আর পতপত করে উড়ছে সাদা পতাকা। ছবির ক্যাপশন— “দেখা হচ্ছে এক নতুন ময়দানে…”। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি।

ভক্তদের একাংশের দাবি, এ বার কি রাজনীতিতেও ভাগ্য পরীক্ষা করবেন ভাইজান? তবে সূত্র বলছে, ছবিটির নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। জানা গিয়েছে, আসন্ন ‘বিগ বস ১৯’-এর প্রচারের অংশ হিসেবেই এই পোস্ট। এবারের মরশুমের থিম ভোট এবং নির্বাচনী আবহে সাজানো হতে পারে।

সব মিলিয়ে, সলমন খানের রহস্যময় পোস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভোটের ময়দান নাকি পর্দার নতুন গল্প—কিছুদিনের মধ্যেই হয়তো মিলবে উত্তর।