Languages

সুখবর! সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে নতুন নিয়ম

ওয়েব ডেস্ক: বেসরকারি হোক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সেভিংস অ্যাকাউন্টে রাখতে হয় ন্যূনতম ব্যালেন্স। সেটা কোথাও হাজার টাকা কোথাও ৩০০০ টাকা। বেসরকারি ক্ষেত্রে তার পরিমাণ অনেক বেশি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এবার এল নতুন নিয়ম।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নূন্যতম ব্যালেন্স না থাকলে জরিমানাস্বরূপ টাকা কেটে নেওয়া হয়। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সিংহভাগই সেই জরিমানা কেটে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এল।

অর্থমন্ত্রকই সংসদে জানিয়েছে, গত পাঁচ বছরে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না থাকায় গ্রাহকের থেকে ৮ হাজার ৯৩৩ কোটি টাকা ‘উপার্জন’ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। তবে এই তালিকায় স্টেট ব্যাঙ্ক নেই। তারা বহু আগে এই শর্ত থেকে সরে এসেছিল। এবার সেই পথেই হাঁটছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষ অনেকটা সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।