Languages

যাত্রীদের চাপ সামলাতে শিয়ালদা ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন পরিষেবা বৃদ্ধি

ওয়েব ডেস্ক: কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষ লক্ষ যাত্রীর দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা। এবার যাত্রীচাপ সামলাতে এবং যাত্রীদের আরও বেশি জায়গা ও সুবিধা দিতে যাত্রীদের চাপ সামলাতে শিয়ালদা ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বনগাঁ, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বারাসত লাইনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে আপাতত ১০টি ট্রেন বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।

লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়ে রেলবোর্ড থেকে ছাড়পত্র মিলেছে। শিয়ালদার চাপ কমাতে বিধাননগর স্টেশন থেকে এবার কল্যাণী স্টেশনের জন্য ২টি লোকাল ট্রেন ছাড়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রতিদিন ১ লাখ ৭০ হাজার যাত্রী ট্রেনে ওঠানামা করেন বিধাননগর স্টেশন থেকে। এই আবহে শিয়ালদার বদলে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে প্রান্তিক স্টেশন হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে রেল। ডায়মন্ড হারবার এবং বারাসত-বসিরহাট শাখার ভিড় কমাতে আরও ৫টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু ট্রেন ছাড়বে বালিগঞ্জ, সোনারপুরের মতো স্টেশন থেকে।