Languages

মা হচ্ছেন ক্যাটরিনা! পোশাকের আড়ালে স্ফীতোদর, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: এবার ভিকি-ক্যাটের সংসারে নতুন খুদে সদস্য আসতে চলেছেন। মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ! স্ফীতোদর নিয়ে ধীর গতিতে হাঁটছেন ক্যাটরিনা। সেই ছবি দেখে গুঞ্জন শোনা যাচ্ছে মা হতে চলেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শিরোনামে উঠে এসেছে। আরও এক বার সেই জল্পনা ঘনীভূত হয়েছে। জল্পনায় ঘৃতাহুতি দিয়েছেন স্বয়ং ক্যাটরিনা।

ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে আলিবাগে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। গাড়িতে গেলে ঘুরপথে অনেকটা সময় লেগে যেত। সেই কারণেই বোট ধরে আলিবাগের উদ্দেশে রওনা হন তাঁরা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, গাড়়ি থেকে নেমে ধীরে-সুস্থে জেটির দিকে যাচ্ছেন ক্যাটরিনা। দম্পতির পরনে রং মিলান্তি সাদা পোশাক। ক্যাটরিনা খুব সতর্ক হয়ে চলেছেন। ভিকির পরনে সাদা রঙের শার্ট ও নীল ডেনিম প্যান্ট। ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট।

এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী কি স্ফীতোদর লুকনোর চেষ্টা করছেন। দেখা গিয়েছে, একেবারে ধীর গতিতে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর গাড়ি থেকে বেরনোর পর থেকে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল! এই ছবি ক্যামেরাবন্দি হতেই নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।