Languages

ঘুরল ভাগ্যের চাকা! অস্ট্রেলিয়া সফরে ডাক পেলেন ১৪ বছরের বৈভব

ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্সের পর আবারও নজর কাড়লেন বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। ঘোষিত দলে জায়গা পেয়েছেন বৈভব। তরুণ এই ক্রিকেটারের লক্ষ্য এবার অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রতিভা প্রমাণ করা।

সেপ্টেম্বরে শুরু হবে এই সফর। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, আর সফরের শেষ ম্যাচটি হবে ৭-১০ অক্টোবরের মধ্যে।

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর বৈভবকে ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত করা হয়েছিল। সেখানে সাতটি ম্যাচে (পাঁচটি একদিনের ও দুটি টেস্ট) মোট ৪৪৫ রান করেন তিনি। এর মধ্যে রয়েছে ৭৮ বলে করা ১৪৩ রানের এক ঝোড়ো ইনিংস, যেখানে ১০টি ছক্কা ও ১৩টি চার মেরেছিলেন বৈভব। যদিও প্রতিশ্রুতি অনুযায়ী একদিনের ক্রিকেটে ২০০ রান করতে পারেননি, তবুও তাঁর ধারাবাহিক ব্যাটিং দক্ষতা নির্বাচকদের নজর কেড়েছে।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়া সফরের দল:
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), রাহুল কুমার, ডি দীপেশ, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, কিশন কুমার, আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, আনমোলজিৎ সিং, আমন চৌহান, খিলান পটেল ও উধব মোহন।